রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প: সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জেলা প্রশাসক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
expand
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলার হিরাঝিল আবাসিক এলাকা এবং আটি হাউজিং এলাকার বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ভবন তারা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মালিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ২৫টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এখনও পূর্ণাঙ্গ তথ্য হাতে না আসায় সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বিভিন্ন পোশাক কারখানার বিষয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে, একটি পোশাক কারখানার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য ভবনগুলোর বিষয়ে আমরা মালিকদের সঙ্গে যোগাযোগ করেছি তথ্য দেওয়ার জন্য।”

হিরাঝিল আবাসিক এলাকার ক্ষতিগ্রস্ত সিটি ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করে তিনি আরও বলেন, “আমরা মালিক পক্ষকে ভবনটির নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি। কারণ এটি ঝুঁকিপূর্ণ।”

এসময় উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন, রাজউক জোন-৮–এর অথরাইজড অফিসার রঙ্গন মণ্ডল, গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী আ. সালাম, সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ খান এবং সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন