বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়ক বন্ধ করে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার গণসংযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
মহাসড়ক বন্ধ করে গণসংযোগ
expand
মহাসড়ক বন্ধ করে গণসংযোগ

ট্রাক দিয়ে আটকে ব্যস্ততম ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লোকাল লেন বন্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠমো মেরামতের ৩১ দফা এবং ধানের শীষের প্রচারনায় গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে দশতলা মোড় সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী লোকাল লেন বন্ধ করে গণসংযোগ শেষে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে মহাসড়ক বন্ধ রেখে প্রায় বিশ মিনিট বক্তব্য দেন বিএনপির নেতারা কর্মীরা। এতে ঢাকামুখী মহাসড়কের লোকাল লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে থাকতে দেখা যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টহল গাড়িকেও।

গণসংযোগের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

এদিকে অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বিপ্লবের বিরুদ্ধেও। নিরাপত্তার দায়িত্বে থাকা বিপ্লব ‘ওয়াকিটকি’ হাতে নিয়ে গণসংযোগের পূর্বে সড়কে থাকা এক বাস চালকের সাথে খারাপ আচরণ করার।

ভুক্তভোগী এক নারী জানান, আমি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। কিন্তু বিএনপির লোকজন সড়ক বন্ধ করে মিছিল করছে। যা মোটেও ঠিক নয়। এতে আমাদের মতো সাধারণ মানুষদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এরা কখনোই জনগণের জন্য রাজনীতি করে না বলে মন্তব্য করেন তিনি।

তবে মহাসড়কের লোকাল বন্ধ রাখার বিষয়টি জানতে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, রাস্তা বন্ধ ছিলো না। শুনেছি মামুন ভাইয়ের প্রোগ্রাম ছিলো। আমি ঘটনাস্থলে ছিলাম না।

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন