শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ মহাসড়কে থেমে থাকা বাসে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৩৭ এএম আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
থেমে থাকা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ
expand
থেমে থাকা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে আনুমানিক সকাল ৬ টার দিকে পার্কিং করা নাফ পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।

​তাৎক্ষণিক স্থানীয় লোকজন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়। ​ ​সূত্রে জানা যায়, নাফ পরিবহনের মিনিবাসটি গতকাল রাত আনুমানিক ১০ টার সময় চালক শিমরাইল সড়ক ও জনপদ অফিসের সামনে পার্ক করে রেখে যান। আজ সকালে বাসটিতে আগুনের সূত্রপাত হয়।

​শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, ​অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অগ্নিকাণ্ডটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে নাকি কোনো নাশকতা, তা নিশ্চিত করা যাচ্ছে না। তদন্ত চলছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, কিভাবে আগুন লেগেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন