

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, তিনজন উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের স্বার্থে কাজ করছেন এবং সরকারের সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রক্রিয়া ব্যাহত করতে পরিকল্পিতভাবে ভুল তথ্য দিচ্ছেন।
ডা. তাহের বলেন, “সরকারের কিছু উপদেষ্টা প্রশাসনকে রাজনৈতিক দিক দিয়ে নির্দিষ্ট দলের জন্য প্রভাবিত করার চেষ্টা করছেন। কমপক্ষে তিনজন উপদেষ্টা ড. ইউনূসকে ভুল দিকনির্দেশ দিচ্ছেন। আমরা তাদের অপসারণের দাবি জানাচ্ছি। তাদের নাম আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাব।”
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রশাসনে ইতোমধ্যে কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং সেখানে ওই দলের প্রতি অনুগত কর্মকর্তাদের নিয়োগের চেষ্টা চলছে। একই সঙ্গে প্রশাসনের সৎ ও দক্ষ কর্মকর্তাদের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রসঙ্গে তিনি বলেন, “বিভিন্ন সুপারিশ মানা হয়নি এবং সরকার বিএনপির নোট অব ডিসেন্টকে একোমডেট করতে গণভোটের প্রশ্নগুলোকে চারটি ভাগে বিভক্ত করেছেন। এটি জটিল ও অপ্রচলিত, যা স্পষ্টভাবে একটি দলের সুবিধা নিশ্চিত করে।”
ডা. তাহের বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকার অধ্যাদেশের পরিবর্তে আদেশ জারি করেছে, যা তিনি স্বীকৃতি দিয়েছেন। তবে প্রধান উপদেষ্টার যুক্তি যে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে ‘সাশ্রয়ী’ হবে, তা তিনি ‘খোঁড়া যুক্তি’ বলে আখ্যায়িত করেন। তার মতে, একই দিনে নির্বাচন হলে গণভোটের গুরুত্ব কমে যাবে এবং সংস্কার-সংক্রান্ত বিষয়গুলোও প্রশ্নবিদ্ধ হতে পারে।
জামায়াতের নেতা পুনরায় জোর দিয়ে বলেন, “এখনো সময় আছে। প্রধান উপদেষ্টা গণভোটের তারিখ পৃথকভাবে ঘোষণা করুন এবং সেই রায় অনুযায়ী জাতীয় নির্বাচন আয়োজন করুন।”
মন্তব্য করুন
