রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ হারালো তরুণ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
সিদ্ধিরগঞ্জ থানা
expand
সিদ্ধিরগঞ্জ থানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রায়াতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি দশ পাইপ সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় এক দম্পতিসহ নিহতের দুই বন্ধু হাবিব ও বিজয় আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহত তরুণ সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার মো: ফারুক মিয়ার ছেলে।

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে ছুটে আসা একসঙ্গে তিনটি মোটরসাইকেলের হঠাৎ করে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে এক দম্পতি ও তাদের শিশু আহত হয়েছে। মূলত নিহত ও তার বন্ধুরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনা শিকার হওয়া মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X