শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাতে শিক্ষার্থীরা রাস্তায় থাকতে পারবে না: সোনারগাঁ থানার ওসি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম
সোনারগাঁ থানার ওসি
expand
সোনারগাঁ থানার ওসি

মাগরিবের পর স্কুল ও কলেজের কোনো শিক্ষার্থী রাস্তায় থাকতে পারবে না। যদি অকারণে তারা রাস্তায় থাকে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে জৈনপুর সমাজকল্যান ক্রীড়া সংঘের উদ্যোগে পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে ছিনতাই ডাকাতি হচ্ছে এসব রোধ কল্পে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের অনুরোধ করা হয়েছে। মহাসড়ক থেকে ডাকাতি করে দ্রুত আশপাশের রাস্তা দিয়ে পালিয়ে যায়। ডাকাতি রোধে এই এলাকার মানুষ যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে শুধু আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজ সেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার, শহীদ সরকার, মোতালেব মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পিরোজপুর ইউনিয়নে বর্তমানে চুরি, ডাকাতি ও ছিনতাই অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এ ইউনিয়নের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সম্প্রতি বিভিন্ন পরিবহনে ডাকাতি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X