মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে হোসিয়ারি মার্কেটে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান
expand
আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান

নারায়ণগঞ্জ শহরে নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটে আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫ টায় নগরীর নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটের হোসিয়ারি ও বডি নিটিং এর দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগ্নি কাণ্ডের কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই সূত্রপাত হতে পারে। আগুনে মার্কেটের প্রায় ৩০টি হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, খবর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ৩০টি দোকান পুড়েছে বলে জানা গেলেও এখনো পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

আগুন লাগার স্থানটিতে যাতায়াতের সড়কটি প্রসস্থ না হওয়ায় গাড়ি প্রবেশ করতে পারেনি। এছাড়া পানিরও সংকট ছিলো। যার দরুন আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X