

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া অরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ ক্রিকেট প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।
এ ক্রিকেট প্রতিযোগিতায় একুশে ক্রিকেট একাডেমিকে পরাজিত করে কাজী সুমন ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়। জেলা ক্রীড়া অফিসার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে দুই দলকে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করেন, প্রধান অতিথি নড়াইলের জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক প্রকৌঃ মো. সোলায়মান হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী।
জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, আমরা এই ক্রিকেট টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করি এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য হলো প্রতিভাবান ক্রিকেট খেলোয়ার বাছাই করা এবং তাদের বিভিন্ন সহযোগিতা দিয়ে ভালো মানের খেলোয়ার তৈরিতে সহযোগিতা করা। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌঃ মো. সোলায়মান হোসেন বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। ক্রীড়া ক্ষেত্রে নড়াইল জেলা সব সময় গুরুত্বপূর্ণ অবদান রেখে। এই ধারাকে অব্যহত রাখতে হবে।
মন্তব্য করুন