শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে কারাগার থেকে ভোট দিবেন ২৯ কয়েদি

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম
নড়াইল জেলা কারাগার
expand
নড়াইল জেলা কারাগার

নড়াইল জেলা কারাগারে পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন ৩৩ জন কয়েদি। এবার নড়াইলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন ৩৩ জন কয়েদি।

নড়াইল জেল সুপার মো. শরিফুল আলম জানান, নিবন্ধনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট ২৫৪ জন কয়েদি ছিলেন।

এর মধ্যে ২৪২ জন পুরুষ কয়েদি এবং ১২ জন নারী কয়েদি। ১২ জন নারী কয়েদির মধ্যে ৭ জন ভোটের জন্য নিবন্ধন করেছেন।

আর ২৪২ জন পুরুষ কয়েদির মধ্যে ২২ জন ভোটের জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধন করা কয়েদিদের মধ্যে ২ জনের বাড়ি যশোর, ২ জন খুলনা, ২ গোপালগঞ্জ বাকি ২৩ জন নড়াইলের বাসিন্দা।

এছাড়া তিনি আরও জানান, নড়াইল জেলা কারাগারের ৭৪ জন স্টাফ এর মধ্যে জেল সুপারসহ মোট ৫০ জন স্টাফ পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন।

কারাগারের ভেতরেই ভোট প্রদানের জন্য দুটি গোপন বুথ তৈরি করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল ছালেক জানান, জেলায় মোট ৭,৮৪২ জন পোস্টাল ভোটার রয়েছেন। এর মধ্যে কয়েদি রয়েছেন ২৯ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X