শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি- স্বেচ্ছাসেবক দলের ১২ জন নেতাকর্মী বহিষ্কার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
বিএনপি- স্বেচ্ছাসেবক দলের ১২ জন নেতাকর্মী বহিষ্কার
expand
বিএনপি- স্বেচ্ছাসেবক দলের ১২ জন নেতাকর্মী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ১২ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক মো. ওসমান গনির স্বাক্ষরিত দুই পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. সালাহ উদ্দিন আহমেদ, মো. শহিদুল ইসলাম শহীদ, সারোয়ার জাহান এমরান, উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা বিএনপির সদস্য ও জেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ জুয়েল ও নাইমুল করিম জান্নাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. এমরামুল ইসলাম শাহীন, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন সরকার, সদস্য আব্দুর রউফ, ভালুকা পৌর শাখার যুগ্ম আহ্বায়ক এস এম ফিরোজ আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মো. পিয়াস মাহমুদ শুভকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। দলীয় নেতা-কর্মীদের তাদের সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X