

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নড়াইল-১ (কালিয়া ও নড়াইল সদর উপজেলার একাংশ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন হতে লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
২০০৭ সাল থেকে তিনি এলাকার জনসাধারণের মধ্যে আছেন, ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে নমিনেশন দেয়, কিন্তু এইবার ২০২৬ সালে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সেই সাথে এইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন (অবসরপ্রাপ) বলেন, জাতীয় নির্বাচন আর বেশি দূরে নয়।
আগামী ফেব্রুয়ারির মধ্যে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাধীনতার পর এ পর্যন্ত নড়াইল-১ আসনে যোগ্য সংসদ প্রার্থী হিসেবে তেমন কেউ স্বাক্ষর রাখতে পারে নাই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমার ৩০ বছর সামরিক বাহিনী এবং দেশে-বিদেশে জাতিসংঘের অধীনে চাকরির লব্ধ অভিজ্ঞতাসহ সব কিছুর সমন্বয়ে এলাকার জনগণের উন্নয়নে নিজেকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে চাই।
তিনি আরও বলেন, আমি এলাকার ১৫০ জনের অধিক ব্যক্তিকে সরকারি চাকরি প্রদানসহ রাস্তাঘাট কালভার্ট ব্রিজ নির্মাণ এবং চিকিৎসা বিষয়ে সব সময় নিজেকে জনগণের পাশে রেখেছি। সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চেয়েছি। সেই লক্ষ্য থেকেই আমি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।
লেফটেন্যান্ট কর্নেল বীর মুক্তিযোদ্ধা এস এম সাজ্জাদ হোসেন কালিয়া উপজেলার পেরলি ইউনিয়নের খররিয়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান শিকদারের ছেলে। কর্নেল সাজ্জাদের পরিবার একটি মুক্তিযোদ্ধা পরিবার। তার পিতা এবং সহোদর ভাইসহ একই পরিবারের মোট পাঁচজন সরকারি গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধা।
ইতিমধ্যে তিনি কালিয়া পৌরসভা, পেরলী ইউনিয়ন, হামিদপুর ইউনিয়ন সিংগাসোলপুর ইউনিয়ন, বিছালী ইউনিয়নসহ কলোড়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।
মন্তব্য করুন
