সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতা ঠেকাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির অবস্থান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির অবস্থান
expand
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির অবস্থান

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সড়কে অবস্থান নিয়েছে পৌর বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ময়মনসিংহের ভালুকা পৌরসভা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করেন পৌর বিএনপির নেতা-কর্মীরা।

এ সময় স্থানীয় নেতা-কর্মীরা বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা হাজারো মায়ের বুক খালি করেছে। আদালত আজ শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করবে। সেই রায়ে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন বিএনপির নেতাকর্মীরা।

এদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত শাটডাউনের কোন প্রভাব পড়েনি ভালুকায়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ আঞ্চলিক সড়কগুলোতে স্বাভাবিক দিনের মতোই চলছে যানবাহন। তাছাড়াও নাশকতা ঠেকাতে ভালুকাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক মো. হাতেম খান বলেন, আজ ১৭ নভেম্বর স্বৈরাচার খুনি শেখ হাসিনার রায়। সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসী যাতে দেশে নৈরাজ্য সৃষ্টি না করতে পারে এবং কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে। তার জন্য আমরা পৌর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করেছি।

তিনি আরও বলেন, এ দেশে ১ হাজার ৪শ মতো ছাত্র-জনতা ও শিশুসহ হত্যাকাণ্ড হয়েছে, শেখ হাসিনার নির্দেশে এইসব হত্যাকাণ্ড হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন