সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অনুমতি ছাড়াই ইটভাটা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম
অনুমতি ছাড়াই ইটভাটা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
expand
অনুমতি ছাড়াই ইটভাটা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহের মুক্তাগাছায় অনুমতি ছাড়া ও নিষিদ্ধ এলাকায় পরিচালিত চারটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে চার ভাটার মালিককে মোট ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সোমবার (১৭ নভেম্বর) উপজেলার সাবানিয়া মোড়–কাঠবাওলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মুক্তাগাছার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)–এর ৫(২) ও ৮(৩) ধারার লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা অনলাইন গণমাধ্যমকে বলেন, “অনুমতি ছাড়া ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করা স্পষ্ট আইনভঙ্গ। এতে পরিবেশের ক্ষতি হয় এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।ভাটাগুলোর কার্যক্রমও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “জনস্বার্থে অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।”

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক সাইফুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের জুনিয়র কেমিস্ট সুলতানা আফরোজ। সহযোগিতা করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন