সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
থানার ফাইল ছবি
expand
থানার ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় দ্রুত ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মজিবর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৫০) নিহত হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কলিজাকান্দা গ্রামে।

পুলিশ জানায়, রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী মাস্টার বাড়ির দিকে যাচ্ছিলেন। ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় আসলে।

এ সময় দ্রুত ঢাকাগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়।

এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওই পরিদর্শক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন