শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র ও ভোটাধিকারের ওপর হামলা নিয়ে ফেসবুকে যা লিখলেন স্বতন্ত্র প্রার্থী 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:১৫ এএম
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম
expand
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম

ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম লিখেছেন, আপনাদের ভোটাধিকার হরণ করার উদ্দেশ্যে ধানের শীষ মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সন্ত্রাসী বাহিনী আজ ৯ নং কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারে গণসংযোগকালে প্রথমে আমার ওপর, পরবর্তীতে মল্লিকবাড়ি ইউনিয়নের হাজীর বাজারসহ ভালুকার বিভিন্ন স্থানে আমাদের নেতা-কর্মীদের ওপর পৈশাচিক হামলা চালিয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে তার নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে এসব কথা লিখেছেন তিনি।

মুহাম্মদ মোর্শেদ আলম লিখেছেন, এছাড়া নির্বাচনী প্রধান অফিসসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এটা কোনো ব্যক্তির ওপর নয়, এটা গণতন্ত্র ও ভোটাধিকারের ওপর সরাসরি হামলা। সন্ত্রাস দিয়ে জনতার কণ্ঠ কখনোই রোধ করা যাবে না।

তিনি আরও লিখেছেন, আমার শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ ভালুকাবাসীর ভোটাধিকার রক্ষার এই লড়াই চলবে, ইনশাআল্লাহ। ভালুকা জেগে উঠেছে-জনতার রায়ই শেষ কথা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X