শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:২০ এএম
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম বাদল প্যাদা
expand
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম বাদল প্যাদা

বরগুনার আমতলী উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সাইফুল ইসলাম বাদল প্যাদা। তিনি আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে পুলিশ জানিয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় তাকে নজরদারিতে রাখা হয়েছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X