শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির এমপি প্রার্থী মোতাহারের নির্বাচনী উঠান বৈঠক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
ময়মনসিংহ-২ বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
expand
ময়মনসিংহ-২ বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মোতাহার হোসেন তালুকদারের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফুলপুর উপজেলার রুপসী ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে ৪ নং ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। তার সঙ্গে এ আসনে ১০ দলীয় জোট থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ হুমাইদী।

এছাড়াও আসনটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কারাগারে বন্দি থেকে স্বতন্ত্র প্রার্থীতা করছেন বিএনপি থেকে বহিস্কৃত সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার

এবারের নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৬ হাজার ১৬৭টি। এর মধ্যে ফুলপুর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৫৯০টি এবং তারাকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৫৭৭ টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X