রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: দোলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:২৪ পিএম
বিএনপি আয়োজিত কর্মীসভা
expand
বিএনপি আয়োজিত কর্মীসভা

বিগত ১৭ বছরে শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন—এমন অভিযোগ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আড়িয়ল বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমির হোসেন দোলন বলেন, “শেখ হাসিনা শুধু শিক্ষা নয়, স্বাস্থ্যসহ দেশের সব গুরুত্বপূর্ণ খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। জনগণের মৌলিক সেবাসমূহ আজ চরম দুরবস্থায়।”

তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার গণতন্ত্রকে বিতাড়িত করেছে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। দেশকে বাঁচাতে হলে জনগণকে আরও সংগঠিত হতে হবে। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

দোলন আরও বলেন, আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের প্রণীত ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চান তিনি।

সভায় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ঢালী মো. ওয়াহিদ, জহিরুল ইসলাম লেলিন, পাপিয়া ইসলাম; উপজেলা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলু ও জহিরুল ইসলাম মুরাদ; জেলা স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক সুমন হালদার; পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির; উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. বিএম মানজুর; সদস্য মারুফ ইসলাম রিমেল ও সাজন মুন্সী; উপজেলা ছাত্রদল নেতা সজিব রায়হান; সাবেক ছাত্রদল নেতা মজিবুর রহমান; বিএনপি নেতা আপেল মাহমুদ প্রতিক, আলমগীর কবির একদিল, মাসুম হোসাইন, রায়হান খান চুন্নু এবং আড়িয়ল ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. শান্তসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন