

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার,উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার। বক্তব্য রাখেন লৌহজং থানায় নব নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার,উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.তরিকুল ইসলাম এবং লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু, মো. শওকত হোসেন, ফৌজি হাসান খান রিংকু, শহীদ সুরুজ, জাহিদ হাসান।
এছাড়াও নৌ পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, উপজেলার প্রতিটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন