বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
expand
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেপ্তার

পদ্মা সেতু (উত্তর) থানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআই (নিরস্ত্র) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু উত্তর থানার বিপরীত পাশে খানবাড়ী টু ঢাকা এক্সপ্রেসওয়ের সংলগ্ন খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।

অভিযানে শমসের আলী (৩২), মো. রানা (৩৮) এবং অছির উদ্দিন (৪০) নামে তিনজনকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের দেখানো মতে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বোতলগুলোতে Rx Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup – PHENSEDYL লেখা ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট পরিমাণ ৪০,০০০ মিলিলিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।

উপস্থিত সাক্ষীদের সামনে ফেন্সিডিলগুলো জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় পদ্মা সেতু (উত্তর) থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে এবং নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X