রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
দুই মেয়েকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রবাসির স্ত্রী
expand
দুই মেয়েকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রবাসির স্ত্রী

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানে বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

রবিবার বেলা ১১টায় শ্রীনগর প্রেস ক্লাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন প্রবাসির স্ত্রী।

লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার আলমপুর মৌজার আরএস ১৫৭০ খতিয়ান ও ৬৪২ দাগের প্রায় সাড়ে তের শতাংশ জমির বৈধ মালিক তারা। আলমপুর হোসেন আলী উচ্চবিদ্যালয়ের জমিদাতা হোসেন আলীর পুত্র বদরুল আলমের দুই ছেলের কাছ থেকে ক্রয়সূত্রে তারা এ জমি অর্জন করেন। হোসেন আলীর ভাই হাসেন আলীর ওয়ারিশরাও শরিক হওয়ায় ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জমিটি বৈধভাবে তাদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের বর্তমান আহ্বায়ক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রিতা প্রভাব খাটিয়ে তাদের জমি বেদখলের চেষ্টা চালিয়ে আসছেন।

এ বিষয়ে তারা মুন্সীগঞ্জ আদালতে ৫৯৪/২০২৫ নম্বর মামলা দায়ের করলে আদালত নিষেধাজ্ঞা জারি করে। তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সেই নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রবাসী নুরুজ্জামানের স্ত্রী শরীফুল নাহার বেবী অভিযোগ করে বলেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দিলেও ম্যানেজিং কমিটি তাদের কথা উপেক্ষা করছে। উল্টো বিদ্যালয়ের ছাত্রদের ব্যবহার করে মব তৈরি করার হুমকিও দেওয়া হচ্ছে।

এ ঘটনায় তিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন