বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতু উত্তর থানার সামনে বিএনপির বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
লকডাউনের বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে লৌহজং উপজেলা বিএনপি
expand
লকডাউনের বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে লৌহজং উপজেলা বিএনপি

আওয়ামী লীগের ঘোষিত ১৩ তারিখের লকডাউনের বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে লৌহজং উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পদ্মা সেতু উত্তর থানার সামনে এ কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লা ও উপজেলা শ্রমিকদলের সভাপতি আওলাদ খান।

তারা জানান, কর্মসূচির উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ করা।

এ সময় পুলিশের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও পরিবহন মালিকদের আতঙ্কে বাস না নামায় কিছুটা জনদুর্ভোগ দেখা দেয়।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন