মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ যাকে চায় তাকেই নমিনেশন দেবে: সপু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু
expand
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করছে এবং জনগণ যাকে চায়, যে জনগণের পাশে থাকবে তাকেই দল মনোনয়ন দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর আজিজিয়া মাখজানুল এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, সম্প্রতি জামায়াতের নায়েবে আমির বিএনপির সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপি হাই কমান্ড বিষয়টি অবশ্যই বিবেচনা করবে। আমরা আলোচনায় বিশ্বাসী দল। আলাপ-আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। অতীতেও জনগণই বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে, ভবিষ্যতেও জনগণই সেই সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন