মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, চরম দুর্ভোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় সড়ক অবরোধ
expand
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে নেমেছেন সহকর্মীরা।

সোমবার সকালে লারিজ ফ্যাশনস কারখানার সামনে তারা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন, এতে উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলাল মিয়ার মেয়ে।

সহকর্মীদের অভিযোগ, রোববার রাতে কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন রিনা। ছুটি চাইলেও কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।

কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে পড়লে প্রথমে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষের অবহেলার কারণেই সহকর্মীর মৃত্যু হয়েছে। তাই তারা সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, শ্রমিকেরা বর্তমানে মহাসড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সেলিম বাদশাও বিষয়টি নিশ্চিত করে বলেন, “শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন