শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে জাকের পার্টির জনসভা 

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৯ পিএম
মুন্সিগঞ্জে জাকের পার্টির জনসভা 
expand
মুন্সিগঞ্জে জাকের পার্টির জনসভা 

মুন্সিগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই জনসভা।

শহরের কৃষি ব্যাংক সংলগ্ন সড়কে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। তিনি বলেন, জাকের পার্টি সত্য, পবিত্রতা, ধৈর্য ও জ্ঞানের প্রতীক— এ দলের কখনো ক্ষমতার লোভ ছিল না।

বিশেষ অতিথি ছিলেন ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির ফয়সাল ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা ফারাহ আমির ফয়সাল। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় মহাসচিব মো. শামীম হায়দার।

তিনি বলেন, নির্বাচনে কালো টাকার প্রভাব ও ক্ষমতার দৌরাত্ম্য না কমলে, আইনশৃঙ্খলার উন্নতি না হলে এবং বৈধ উপার্জনকারীদের অংশগ্রহণ নিশ্চিত না হলে জাকের পার্টি নির্বাচনে অংশ নেওয়া নিয়ে পুনর্বিবেচনা করবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের তিনটি আসনের মনোনয়ন প্রত্যাশী সানোয়ার হোসেন সানী, জাকির হোসেন ও শামীম হায়দারসহ যুব ফ্রন্টের নেতা হাসান মাহমুদ খান মামুন।

জনসভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লিচুতলা হয়ে সুপারমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন