

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের শ্রীনগরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি শুটার ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, শ্রীনগর থানার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম হোসেন। তাঁর সঙ্গে ছিলেন এসআই মো. হাবিবুর রহমানসহ থানার একটি চৌকস দল।
অভিযানকালে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে শ্রীনগর থানাধীন এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি মো. ইয়াসিন (১৮) কে গ্রেফতার করা হয়। তিনি আনোয়ারের ছেলে এবং পশ্চিম বাঘড়া এলাকার বাসিন্দা। আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ১৬ জুলাই বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে বাঘড়া বাজার সংলগ্ন নুর ইসলাম চেয়ারম্যানের বাড়ির সামনে একটি ফার্নিচারের দোকানের ভেতরে ইয়াসিন গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি তার হাতে থাকা পিস্তল দিয়ে শান্ত রাজবংশী (২৪) নামের এক যুবককে গুলি করেন। এতে শান্ত রাজবংশী গুরুতর আহত হন।
গ্রেফতারকৃত ইয়াসিনের বিরুদ্ধে শ্রীনগর থানাসহ বিভিন্ন থানায় গ্রেফতারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
