সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছয় ঘন্টার মধ্যে অটোরিকশা চোর আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
সিফাত শেখ (২৩) ও মামুন দেওয়ান (২২)
expand
সিফাত শেখ (২৩) ও মামুন দেওয়ান (২২)

চুরির অভিযোগ পাওয়ার ছয় ঘন্টার মধ্যে সিফাত শেখ (২৩) ও মামুন দেওয়ান (২২) নামে দুইজন পেশাদার চোরকে চুরি হওয়া অটোরিকশাসহ গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

আটক সিফাত শেখ সিরাজদিখান থানার দেবীপুর এলাকার আব্দুর মজিদ শেখের ছেলে। আটক অপর আসামী মামুন দেওয়ান একই থানার কালরাড়া গ্রামের মৃত আ: জব্বারের ছেলে।

তথ্য সুত্রে জানা যায়, গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) ব্যাটারি চালিত অটোরিকশা চুরির অভিযোগ পায় সিরাজদিখান থানা পুলিশ। পরে অত্র থানার একটি চৌকস টীম উক্ত অটো উদ্ধারের জন্য সিরাজদিখান থানাসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুজন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং চোরদের দেখানো মতে লৌহজং কালপাড়া এলাকা হতে চুরি হওয়া অটো রিক্সাটি ব্যাটারিসহ উদ্ধার করা হয়।

এই সংক্রান্তে সিরাজদিখান থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X