শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘কমিটির টিম’ যেভাবে ম্যাচ জিতল চট্টগ্রাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
মেহেদী হাসান
expand
মেহেদী হাসান

সংবাদ সম্মেলনের শেষ প্রশ্নে এসে আর হাসি চেপে রাখতে পারেননি মেহেদী হাসান। এক দিনের মধ্যেই যেন নানা নাটকীয় ঘটনার ভেতর দিয়ে গেছে চট্টগ্রাম রয়্যালস। হঠাৎ মালিকানা পরিবর্তনের পর দলটির দায়িত্ব এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে। এ কারণেই অনেকেই ঠাট্টা করে দলটিকে ডাকছেন ‘কমিটির টিম’ নামে।

এই মন্তব্য শুনে কেমন লাগে এমন প্রশ্নে মেহেদী হাসতে হাসতে জবাব দেন, পাড়ার খেলায় ‘কমিটির টিম’ শব্দটা পরিচিত হলেও পেশাদার ক্রিকেটে বিষয়টা ভিন্ন। লাইভ টেলিকাস্টের ম্যাচে এসব তকমার বাস্তব কোনো মূল্য নেই বলেই মনে করেন তিনি।

বিপিএলে অপ্রত্যাশিত ঘটনার অভাব নেই, তবে এবার টুর্নামেন্ট শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে তৈরি হয় বড় ধরনের নাটক। আসর শুরুর ঠিক এক দিন আগে আগের স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম বিসিবিকে জানিয়ে দেন, পর্যাপ্ত স্পনসর না পাওয়ায় তারা আর ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে থাকতে চান না।

পরিস্থিতির চাপে পড়ে দল পরিচালনার দায়িত্ব নেয় বিসিবি। নতুন ব্যবস্থাপনায় টিম ডিরেক্টর হিসেবে যোগ দেন হাবিবুল বাশার, প্রধান কোচ হন মিজানুর রহমান এবং ম্যানেজারের দায়িত্ব পান নাফিস ইকবাল। তবে এত কিছুর পরও বিদেশি খেলোয়াড় সংকট কাটেনি। দলে ছিলেন মাত্র দুজন বিদেশি মাসুদ গুরবাজ ও মির্জা তাহির বেগ।

এত সীমাবদ্ধতার মধ্যেও প্রথম ম্যাচে মাত্র দুই বিদেশি নিয়ে মাঠে নেমে চট্টগ্রাম রয়্যালস ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। এমন জয়ের ব্যাখ্যায় মেহেদী বলেন, ভাগ্য আর পরিশ্রম দুটোরই ভূমিকা আছে। তাঁর মতে, যত ঝামেলাই থাকুক না কেন, খেলা শেষ পর্যন্ত মাঠেই গড়ায়, আর ২২ গজে ঢুকলে খেলোয়াড়দের মনোযোগ থাকে কেবল ক্রিকেটেই।

এই ম্যাচে মেহেদীর জন্য ছিল আরেকটি নতুন অধ্যায়। পেশাদার ক্রিকেটে এই প্রথম তিনি অধিনায়ক হিসেবে মাঠে নামেন, তাও এমন এক দলে, যা নানা সমস্যায় জর্জরিত। তবে দায়িত্বটা ভালোভাবেই সামলেছেন তিনি। ব্যাট হাতে ১৩ বলে করেন ২৬ রান, আর বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

অধিনায়ক হিসেবে দলকে কীভাবে একত্র করলেন সেটাও ব্যাখ্যা করেছেন মেহেদী। তাঁর ভাষায়, পরিস্থিতি সহজ ছিল না, তবে সবাই দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ম্যাচ শুরুর আগেই সমস্যাগুলোর সমাধান হওয়ায় খেলোয়াড়দের মানসিকভাবে উপকার হয়েছে বলেই মনে করেন তিনি।

আগের ব্যবস্থাপনায় যে অস্বস্তিকর পরিবেশ ছিল, সেটিও খোলাখুলি স্বীকার করেছেন চট্টগ্রাম অধিনায়ক। তাঁর মতে, এমন পরিস্থিতি তিনি আগে কোনো ফ্র্যাঞ্চাইজিতে অনুভব করেননি, যা ব্যক্তিগতভাবে তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X