বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
উমায়ের হাসান (২৫)
expand
উমায়ের হাসান (২৫)

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজের তিন দিন পর উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কাজীপুরা সংলগ্ন নদী সীমানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত উমায়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার মুক্তার গাজীর ছেলে।

তথ্য সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে সোহাগ ও বায়েজিদ নামে দুই বন্ধু উমায়েরকে মোবাইল ফোনে কল করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিলো এবং ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় নিহতের মা আনার কলি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের কাজীপুরা এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে আড়াইটার দিকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের মা আনার কলি বলেন, ঘটনার পর থেকে উমায়েরের ওই দুই বন্ধু পলাতক রয়েছে এবং তাদের মোবাইল ফোনও বন্ধ। তিনি দাবি করেন, সোহাগ ও বায়েজিদই উমায়েরকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X