শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চলছে বিপিএলের দ্বাদশ আসর, এক নজরে দেখে নিন পুরো সূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ এএম
বিপিএল
expand
বিপিএল

আজ শুক্রবার পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। উদ্বোধনী দিনে ক্রিকেটপ্রেমীরা উপভোগ করবেন দুটি ম্যাচ। বিকেলে প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যার ম্যাচে চট্টগ্রাম রয়্যালস খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে।

এবারের বিপিএল শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই পর্ব চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় ধাপ চট্টগ্রামে। ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো। সবশেষ ধাপে ঢাকা পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি, যা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

লিগ পর্ব শেষে ১৯ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্টের নকআউট ধাপ। ওই দিনই অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। এরপর ২১ জানুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সবশেষে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল ম্যাচ। প্রতিটি প্লে-অফ ম্যাচের জন্য রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে।

ছয়টি দল নিয়ে এবারের বিপিএলে তিনটি ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলের সময় সূচি:

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X