বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেন মহিউদ্দিন  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেন মহিউদ্দিন  
expand
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেন মহিউদ্দিন  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন।

বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা উপস্থিত থেকে মহিউদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ মহিউদ্দিন বলেন, "এখনো আমি দল থেকে ধানের শীষের মনোনয়ন পাবো বলে আশাবাদী। দল ত্যাগী নেতাদের বিবেচনা করবেন। আর যদি দল প্রার্থী পরিবর্তন না করে তাহলে জনগণের ভোটাধিকার ও এলাকার উন্নয়নের লক্ষ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষের সমর্থন পেলে মুন্সীগঞ্জ–৩ আসনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X