

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ২৫শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখিয়ে দেওয়া হবে মুন্সীগঞ্জ-১ আসন বিএনপির শক্ত ঘাঁটি এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিকারপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে যে খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে, তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর অবশ্যই পুনর্বিবেচনা ও পরিবর্তন হবে। কারণ বিএনপিতে কোনো বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পাওয়ার সুযোগ পায় না। দলের ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতারাই চূড়ান্ত মনোনয়ন পাবেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মুন্সীগঞ্জ-১ আসনের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করছে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোঃ মমিন আলী, দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মন্তব্য করুন
