

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ সদর উপজেলার সদর হাসপাতাল সড়কে নাজমা বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট ও পাউরুটি প্রস্তুত করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
তথ্যসূত্রে জানা যায়, মনিটরিং চলাকালে দেখা যায় নাজমা বেকারিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল। এ অপরাধে বেকারিটির ম্যানেজার মোহাম্মদ হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূরে আলম সোহাগ এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।
মন্তব্য করুন
