

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকাল সাড়ে চারটার দিকে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারী আশরাফুল ইসলাম কামরুল।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব দুই উপজেলার এমন কোনো গ্রাম নেই যেখানে তিনি যাননি। প্রার্থী হিসেবে তিনি অত্যান্ত যোগ্য এবং ভোটের মাঠে প্রার্থীর পক্ষে ব্যাপক সাড়া পড়েছিল। কিন্তু ১০ দলীয় জোটের ঐক্যের স্বার্থে কেন্দ্রের নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। যদিও নেতাকর্মীরা এতে ব্যাতিত হয়েছেন।
উল্লেখ্য, মৌলভীবাজার-৪ আসনে মোট নয় জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব জোটের স্বার্থে কেন্দ্রের নির্দেশে তাঁর মনোনয়নপত্র পত্যাহার করে নেওয়ায় ভোটের মাঠে রইলেন বাকী ছয় প্রার্থী।
মন্তব্য করুন
