

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় শারপিন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) রাত ৮ টার দিকে ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
নিহত শারপিন মোল্লা ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর স্থানীয় বাজারে চা খেয়ে বাড়ি ফিরছিলেন শারপিন মোল্লা। এ সময় হঠাৎ কয়েকজন সশস্ত্র লোক তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের একাধিক আঘাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, অজ্ঞাত হামলাকারীরা খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কেন বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। প্রয়োজনীয় সকল আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।
মন্তব্য করুন