বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সাংবাদিক সেজে চাঁদা দাবি, দুই প্রতারক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
expand
মানিকগঞ্জে সাংবাদিক সেজে চাঁদা দাবি, দুই প্রতারক আটক

মানিকগঞ্জের শিবালয়ে সাংবাদিক পরিচয়ে সার ডিলারের কাছে চাঁদা দাবি করতে গিয়ে দুই প্রতারককে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার(১৯ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, দৌলতপুর উপজেলার বেড়ারচর গ্রামের আবুল হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক (২২) ও সদর উপজেলার জয়রা গ্রামের মৃত নুরুল হকের ছেলে শাহীন (৫০)।

স্থানীয়রা জানান, বেজপাড়া বাজারের ‘মনির ট্রেডার্স’ এর ডিলার মোঃ মনির হোসেনের কাছে সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আবু বকর সিদ্দিক ও শাহীন।

এসময় দোকানের মালিক মনির হোসেন তাদের কাছে কোন পত্রিকায় কাজ করেন এবং পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে অপারগতা প্রকাশ করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে শিবালয় থানায় খবর দেওয়া হয়।

এ ঘটনায় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন