বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ধর্ষণ ও চিকিৎসা অবহেলার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
মানববন্ধন
expand
মানববন্ধন

মানিকগঞ্জে আনসার সদস্য কর্তৃক জেলা সদর হাসপাতালে নারী ধর্ষণ ও ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের অকাল মৃত্যুর বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে সহপাঠী ও সচেতন শিক্ষার্থীরা ।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই" স্লোগানে ধ্বনিত হয়ে ওঠে প্রেসক্লাব চত্বর। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, আসাদুল্লাহ আসাদ, ইহসানুর রহমান,মিথিলা আক্তার, মাসুম প্রমুখ।

চার দফা জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণকারী আনসার সদস্যদের বিচার করতে হবে। এবং তাদের স্থায়ী ভাবে বহিষ্কার করতে হবে। তদন্ত কমিটি গঠন করে মানিকগঞ্জ ডেলটা হাসপাতালে চিকিৎসা অবহেলার বিষয় জনসম্মুখে প্রকাশ করতে হবে। মানিকগঞ্জে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা হাসপাতালের স্থায়ী আইনগত ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, যে হাসপাতালে মানুষের সেবা দেওয়ার কথা নিরাপত্তা দেওয়ার কথা সেখানে আশ্রয় নেওয়ায় ধর্ষিত হয়েছে এক নারী। আসামিদের চিহ্নিত করে আটক করা হলেও এখনো তাদের কোন শাস্তি প্রদান করা হয়নি। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। এবং ভুল চিকিৎসায় নারীর মৃত্যু সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়নি । ডেল্টা হাসপাতাল সহ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X