সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে ধর্ষণ, গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে সোপর্দ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

মাদারীপুরের শিবচর উপজেলায় প্রথম শ্রেণির এক শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার উপজেলার বাবলাতলা এলাকায় ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে হস্তান্তর করে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে নানা প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় মিঠুন মজুমদার নামে ২৫ বছর বয়সী ওই যুবক।

সেখানে শিশুটির প্রতি সে অনুপযুক্ত আচরণ করে বলে পরিবারের অভিযোগ।

ঘটনার পর শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি এসে মাকে কিছুটা ইঙ্গিত দেয়। শুরুতে বিষয়টি স্পষ্ট না হলেও বিকেলের দিকে শিশুটির শারীরিক অসুবিধা দেখা দিলে তার বাবা বিস্তারিত জানতে চেষ্টা করেন। তখন শিশুটি ঘটনার বিবরণ দেয়।

রাত আটটার দিকে শিশুটির অবস্থা ভালো না থাকায় দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মিঠুনকে আটক করে। পরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা গিয়ে তাকে গ্রেপ্তার করেন।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, শিশুটির চিকিৎসা চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X