বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
হাতীবান্ধা রেল লাইন
expand
হাতীবান্ধা রেল লাইন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় কফর উদ্দিন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বড়খাতা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কফর উদ্দিন বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কফর উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বড়খাতা বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। এলাকাবাসীর সহযোগিতায় তিনি কখনও বাজারে, কখনও স্টেশনের পাশে রাত্রিযাপন করতেন।

দুপুরে তিনি রেললাইন পার হচ্ছিলেন, এ সময় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬৬ নম্বর টেন কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মানসিক সমস্যার কারণে তাঁকে দীর্ঘদিন ধরে বাড়িতে রাখা সম্ভব হয়নি। চিকিৎসা করানো হলেও তেমন উন্নতি না হওয়ায় তিনি প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। পরিবারের সদস্যরা মাঝে মাঝে তাঁর খোঁজখবর নিলেও স্থায়ীভাবে সঙ্গে রাখা সম্ভব হয়নি।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল, লিডার হরিশ চন্দ্র বর্মনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন