শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজার সংলগ্ন প্রবাসী ইসমাইল শিকদারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় দুলাল মোল্লা, বাদশা মোল্লা, ইউনুস মোল্লাসহ ১০–১২ জনের বিরুদ্ধে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

ঘটনাটি গত বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হঠাৎ করে শিকদার বাড়িতে ঢুকে ঘরবাড়ি, রান্নাঘর, টয়লেটসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে ঘর থেকে মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

হামলার সময় প্রবাসীর স্ত্রী সালমা বেগম (৪০), মেয়ে সুমাইয়া বেগম (১৮) ও জামাই আরিফ মাজিকে (২৫) নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত তিনজনকে পুলিশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে সালমা বেগম এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছে এবং এ বিষয়ে আদালতে মামলাও চলমান। ঘটনার রাতে এলাকায় একটি মাহফিল চলছিল। সুযোগ বুঝে দুলাল মোল্লা, বাদশা মোল্লা, ইউনুস মোল্লা, শাহিন মোল্লাসহ অন্যরা সন্ত্রাসী কায়দায় ঘরে হামলা চালায়। তারা ঘর তছনছ করে পরিবারের সদস্যদের রক্তাক্ত করে ফেলে।

অভিযোগের বিষয়ে দুলাল মোল্লা জানান, “আমাদের জায়গায় ঘর তোলার চেষ্টা করলে সামান্য ধস্তাধস্তি হয়েছে। হামলা বা লুটপাটের অভিযোগ সত্য নয়।”

হাজীমারা পাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মমিনুল হক বলেন, “ঘটনাটি আমাদের জানা আছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন