শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এএম
expand
কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী সমর্থক নিয়ে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতা জামায়াতে যোগ দিয়েছেন। হোসেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে হোসেন কর্মী সমর্থক নিয়ে জামায়াতে যোগ দেন।

এসময় তিনি জামায়াতের সদস্য ফরম পূরণ করেন। তার সঙ্গে জামায়াতে যোগ দেওয়া অন্যদের পদ-পদবী সম্পর্কে জানা যায়নি।

এসময় চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমীর ওমর ফারুক, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম ও ওয়ার্ড জামায়াতের সভাপতি ফখরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা ওমর ফারুক বলেন, হোসেন আহমেদ অর্ধশতাধিক কর্মী সমর্থক নিয়ে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন। তারা জামায়াতের সদস্য ফরম পূরণ করেছেন।

হোসেন আহমেদ বলেন, শেখ হাসিনার পতনের পরও আমি বিএনপি করতাম। এরপর থেকে দেখেছি বিএনপির সাথে আল্লাহ-রাসুলের আইনের কোন সম্পর্ক নেই।

এতে আমার মন বলছিল আমি অন্যায় পথে চলছি। তখন আমি চিন্ত করেছি আমি অন্যায় পথে থাকতে পারবো না। এই চিন্তা থেকেই আমি জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন