

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজনকে পুলিশের কাছ থেকে তার সমর্থকরা হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছেন।
শনিবার (২৪ মে) দুপুরে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস রাজনকে আটক করেন। খবর ছড়িয়ে পড়ার পর কয়েকশ নারী-পুরুষ সমর্থক পুলিশকে ঘেরাও করে এবং রাজুর পক্ষে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা রাজুকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ মুক্ত করে।
ঘটনার খবর পেয়ে কমলনগর থানার ওসি তোহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাজনের নিকট আত্মীয় যুব পরিষদ নেতা খোকন পরে হাতকড়াটি উদ্ধার করে পুলিশকে ফেরত দেন।
ওসি তোহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের সময় রাজনকে আটক করা হয়েছিল। বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়।
রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান জানান, রাজনকে আটক করার পর সমর্থকরা হাতকড়াসহ ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা হাতকড়াটি পুলিশে ফেরত দেন। রাজনের বিরুদ্ধে কোনো মামলা এখনও নেই এবং তাকে ধরতে পুলিশি অভিযান চলছে। তদন্ত কমিটি এখনো গঠন করা হয়নি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    