

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদীয় আসনে জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী মাহবুব আলম বলেছেন, একটি দল পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের লোকদের ভয়-ভীতি দেখানোর চেষ্টা করছে।
তিনি বলেন, ক্ষমতায় আসার আগেই তারা নানা কৌশলে চাঁদাবাজি শুরু করেছে। আমরা শুনতে পাচ্ছি, ঢাকায় অবস্থানরত রামগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীর কাছে ফোন করে বলা হচ্ছে—অমুক দুই কেন্দ্র, অমুক তিন কেন্দ্রের খরচ চালাতে হবে। নির্বাচিত হলে বিভিন্ন সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের জিম্মি করে এসব চাঁদা আদায় করা হচ্ছে। ফলে কেউ অবৈধ সুবিধার আশায়, আবার কেউ ভয় পেয়ে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় পৌর শহরের সোনাপুর বাজারে ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব আলম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সরকার গঠন করলে বাজারের কোনো ব্যবসায়ীকে আর এক টাকাও চাঁদা দিতে হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এই শহরের সর্ববৃহৎ মসজিদ ও মন্দিরের দূরত্ব ২০ গজেরও কম। এই বাজারেই পাশাপাশি হিন্দু-মুসলমানদের শত শত দোকান রয়েছে। জুলাই আন্দোলনে নারী-পুরুষ, হিন্দু-মুসলমান, পাহাড়ি, গারো—সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে অংশ নিয়েছে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই জোট গঠন করেছি। সেখানে সংখ্যালঘুরা কেন বৈষম্যের শিকার হবে?
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি এ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দিন। আমার মা-বোনদের যারা হেনস্তা করছে, তাদের কালো হাত ভেঙে দেওয়ার দিন। এটি বৈষম্যের বিরুদ্ধে জনরায়ের দিন। ইনশাআল্লাহ, আপনারা যদি ১১ দলীয় জোটের পক্ষে রায় দিয়ে সরকার গঠনে সহযোগিতা করেন, আমরা এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর করব এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলব।
এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, পৌর নায়েবে আমির ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাস্টার আবুল হোসেনসহ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
