

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতির ঘটনায় জড়িত একটি ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, একটি অটো, মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায় বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে রায়পুর থানাধীন উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার ঘাট এলাকার টু-হায়দারগঞ্জগামী রাস্তার সংযোগস্থলে ডাকাতির খবর পেয়ে অভিযান চালানো হয়।
অভিযানে একটি সিএনজির সামনে ব্যারিকেড দিয়ে তল্লাশি চালালে ৫–৬ জনের একটি ডাকাত দলকে আটক করা হয়।
আটকরা হলেন, রিমন হোসেন (২০), মো. নাবিল হোসেন (২২), মো. রাকিব (২০), বাদশা মিয়া (২০), শাকিব হোসেন (২০) ও জিহান (১৫)। তারা সবাই রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মো. মোমিন (৩৭) পেশায় একজন কাচামালের ব্যবসায়ী। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাজু মোল্লার ঘাট এলাকা থেকে কৃষকদের কাছ থেকে শসা ক্রয় করে একটি অটোরিকশাযোগে লক্ষ্মীপুরের পিয়ারাপুর এলাকায় যাচ্ছিলেন।
এ সময় ডাকাত দলটি তাকে আটক করে অটোর গতিরোধ করে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ সব মালামাল ছিনিয়ে নেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং ডাকাত দলটিকে আটক করতে সক্ষম হয়।
অভিযানকালে আটক রিমন হোসেনের দেহ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়। নাবিল হোসেনের কাছ থেকে একটি কালো রঙের নাকল, রাকিব হোসেনের কাছ থেকে একটি আইটেল পি৪০ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ৬৮০ টাকা এবং একটি জাতীয় পরিচয়পত্রের ছায়াকপি উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি অটো জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ডাকাতির ঘটনার খবর জানার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠিয়ে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ডাকাত দলের ছয় সদস্যকে আটক করা হয়েছে।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুট করা মালামাল উদ্ধার করা হয়। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
