শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, কার্যক্রম বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানের

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
ভাইরাল ভিডিও থেকে নেওয়া ফুটেজ
expand
ভাইরাল ভিডিও থেকে নেওয়া ফুটেজ

নির্মমভাবে এক শিশু নির্যাতনের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজধানীর নয়াপল্টন এলাকার ‘শারমিন একাডেমি’।

গতকাল বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার স্কুলটির কার্যক্রম বন্ধ দেখা গেছে, লোকচক্ষুর আড়ালে দায়িত্বশীলরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নয়াপল্টনের ওই এলাকা ও স্কুল প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, স্কুল প্রাঙ্গণ ফাঁকা, নেই শিক্ষার্থী বা শিক্ষক।

স্কুলের সম্পূর্ণ কার্যক্রম একেবারে বন্ধ করে রাখা হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের একটি অফিস কক্ষের ভেতরে এক ব্যক্তি শিশুটিকে নির্মমভাবে মারধর করছেন।

ওই সময় পাশে এক নারী শিশুটির হাত ধরে বসে ছিলেন। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ভিডিওটি পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে ঘটনাটি নয়াপল্টনের শারমিন একাডেমিতেই ঘটেছে।

পুলিশ ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

এ বিষয়ে গণমাধ্যমকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। যাচাই-বাছাই করে আমরা নিশ্চিত হয়েছি এটি শারমিন একাডেমির ঘটনা।

নির্যাতনের সঙ্গে জড়িতদের থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে, তবে তারা সময়ক্ষেপণ করছে।’

তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X