শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনার তীরে রহস্যজনক মৃত্যু, যুবকের পরিচয় শনাক্ত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
মো. আমির হোসেন
expand
মো. আমির হোসেন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এক যুবকের গলা কাটা মরদেহ বরিশাল জেলার হিজলা উপজেলায় মেঘনা নদীর পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল জেলার হিজলা উপজেলার বরজালি ইউনিয়নের অন্তর্গত ভায়ের চর ওয়ার্ড এলাকায় মেঘনা নদীর তীরে একটি ট্রলারের ভেতরে গলা কাটা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে হিজলা থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দা জনাব শপন হাওলাদের বড় ছেলে মো. আমির হোসেন।

হিজলা থানা পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার দাবি করেছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে আমির হোসেনকে হত্যা করা হয়েছে।

হিজলা থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি প্রাথমিকভাবে রহস্যজনক মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের রহস্য উদঘাটন করা হবে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X