

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল ৯টার সময় উপজেলার ১০নাম্বার রায়পুর ইউপির দেবিপুর গ্রামের মৈশাল বাড়ীতে এ ঘটনা ঘটেছে।
নিহত সালমা আক্তার (১৪) প্রবাসী মনোয়ার হোসেন ও গৃহিনী রেহানা বেগমের বড় মেয়ে ও স্থানীয় দাখিল মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্রী। তাদের আরও এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানিয়েছেন, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। ওই শিক্ষার্থীর পরিবার এ ঘটনায় রায়পুর থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন। নিহত ছাত্রীর মা রেহানা বেগম বলেন, সকাল ৯টায় মাদরাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয় সালমা আক্তার। আমি আরেকটু পরে যাওয়ার জন্য বললে এতে সালমা জেদকরে বসতঘরের তার কক্ষে গিয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করেন। কোন ছেলের সঙ্গে সম্পর্ক নাই বলে দাবি করেন মা। রায়পুর থানা পুলিশ বলছেন, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে সালমার মরদেহ। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন

