

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে মশাল মিছিল, ফেসবুকে দলীয় কার্যক্রম চালানোর অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রায়পুর থানার এসআই বলাই চন্দ্র দেবনাথ বাদী হয়ে মামলাটি করেন।
এই মামলায় বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাচ গ্রামের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের হাবু সৈয়াল বাড়ি এলাকার ছাত্রলীগ নেতা শামিম হোসেন ও চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ এলাকার আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বিপ্লবকে গ্রেফতার করা হয়। তাদের বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলের ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। মাঝেমধ্যে তারা ঝটিকা মিছিল বের করে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন
