মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর-৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর রিকশা শোডাউন

কমলনগর-রামগতি (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
খেলাফত মজলিসের প্রার্থীর রিকশা শোডাউন
expand
খেলাফত মজলিসের প্রার্থীর রিকশা শোডাউন

লক্ষ্মীপুর-৪ কমলনগর-রামগতি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শায়েখ মুফতি আব্দুল মতিন সাহেবের সমর্থনে এক বর্ণাঢ্য রিকশা শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় জনগণের উচ্ছ্বসিত অংশগ্রহণে আয়োজিত এ শোভাযাত্রা তোরাবগঞ্জ বাজার থেকে শুরু হয়ে হাজিরহাট মিল্লাত একাডেমি ঘুরে লরেন্স হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

আয়োজকদের মতে, দুই শতাধিক রিকশা অংশ নেওয়ায় পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অংশগ্রহণকারীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মতিনকে বিজয়ী করার আহ্বান জানান এবং আট দলীয় জোটের পক্ষে মাঠপর্যায়ের সমর্থন জোরদারের বার্তা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আল ফারুক।

এছাড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি আহমদ হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, ইউসুফ আল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X