

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রামগতিতে লঞ্চঘাটে চাঁদা তুলতে গিয়ে অবৈধ রশিদসহ মোঃ তোহিদুল ইসলাম নয়ন নামে ছাত্রদল নেতাসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ কোস্ট গার্ড রামগতি স্টেশনের সদস্যরা। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে চাঁদা উত্তোলনের অবৈধ রশিদ জব্দ করা হয়।
আটক মোঃ তোহিদুল ইসলাম নয়ন আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে।
তার দুই সহযোগী হলেন, আলেকজান্ডার আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলা উদ্দীনের ছেলে ইকবাল হোসেন।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে লঞ্চঘাট এলাকায় দলীয় প্রভাব দিয়ে উপজেলা নেতাদের ছত্রছায়ায় এরা অবৈধভাবে চাঁদাবাজি করে আসছিল। বিষয়টি প্রশাসনকে জানানো হলে কোস্ট গার্ড তাৎক্ষণিক অভিযান চালায়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে রাজনৈতিক দলের পরিচয় দিয়ে ও ভুয়া ইজারার কথা বলে আলেকজান্ডার লঞ্চঘাটে গিয়ে বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে আসছে নয়ন। সকালে এমন সংবাদ পেয়ে কোস্ট গার্ডের একটি টিম হাতেনাতে তাদেরকে আটক করে।
রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) সফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নয়ন আলেকজান্ডার লঞ্চঘাটে গিয়ে চাঁদাবাজি করার খবর তারা পেয়েছেন।সকালে কোস্ট গার্ডের সদস্যরা হাতেনাতে তাকে রশিদ সহ আটক করেন। চাঁদা তোলার কথা নয়ন নিজেই স্বীকার করেছে। তাকেসহ তার ২ সঙ্গীয়কে থানায় হস্তান্তর করা হয়েছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, কোস্ট গার্ডের পক্ষ থেকে নয়ন সহ তিনজনের নামে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন